দশের লাঠি একের বোঝা ভাবসম্প্রসারণ
মূলভাব: যা একজনের পক্ষে করা কষ্টকর তা অনেকের পক্ষে একেবারে সহজ।
সম্প্রারিত ভাব: যে কোন কাজ যদি সমবেত প্রচেষ্টার দ্বারা করা হয় তাহলে কাজটি দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। ছোট ছোট কাজ মানুষ একা করতে পারে, কোনো অসুবিধা হয় না। কিন্তু বড় বড় কাজ কখনো একজনের শক্তি ও পরিশ্রমে সম্পন্ন করা সম্ভব হয় না। একা করতে গেলে বহু সময় লেগে যায়। তাতে কাজ সর্বাঙ্গীনভাবে সুষ্ঠু ও সুন্দর হয় না এবং ও যে উদ্দেশ্যে কাজটা শুরু করা হয়েছিল তা সাধিত হয় না। এসব বড় বড় কাজ কয়েকজন একত্রিত হয়ে করলে সহজে ও অল্প সময়ে সুসম্পন্ন করতে পারে। এতে কাজটি যেমন সঠিক সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, অপরদিকে তেমনি কাজের উদ্দেশ্যও পুরোপুরিভাবে সাধিত হয়। তাই পৃথিবীতে একতাই বল। দশজনের সম্মিলিত চেষ্টার কাছে কোনো কঠিন কাজই অসম্পন্ন থাকে না। একার চেষ্টার কাছে কাজটা খুব কঠিন বলে মনে হলেও দশজনের সম্মিলিত চেষ্টায় কাছে সে কাজ মোটেই দুরুহ নয়। কাজেই একার চেষ্টা যেখানে সামান্য ও নগন্য, দশজনের সম্মিলিত চেষ্টায় সেখানে খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। এজন্য কোনো কাজ সমবেতভাবে করা উচিত।
Post a Comment
Pllease wait a moment