বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে ভাবসম্প্রসারণ
মূলভাব: উপযুক্ত বস্তু উপযুক্ত স্থানেই বিবেচ্য।
সম্প্রসারিত ভাব: প্রত্যেক প্রাণীরই প্রাকৃতিক নিয়মে যার উপযুক্ত স্থান যেখানে সেখানেই সৌন্দর্য ফুটে ওঠে। এ প্রথিবীতে কোনো বিশেষ প্রাণী যে স্থানে জন্মে তার জন্য সে স্থানই উত্তম। সে স্থান ব্যতিরেকে অন্যস্থান তাকে আরো অধিক যত্নের সাথে রাখলেও সুন্দর দেখায় না। কেননা, পরিবেশের উপর কোনো কিছুর সৌন্দর্য নির্ভর করে এবং উপযুক্ত পরিবেশের অভাবে সুন্দরকেও অসুন্দর দেখায়। যারা বন্য এলাকার জন্মে তারা সভ্যতার আলো পায় না এবং আধুনিক জীবযাত্রার সঙ্গে তারা পরিচিত হতে পারে না । তাই মার্জিত রুচিবোধের অভাবে তারা পিছিয়ে থাকে। সভ্য মানুষের জীবনযাত্রার সাথে তাদের জীবযাত্রর কোনো সাদৃশ্য নেই। কিন্তু বন্য পরিবেশে তাদেরকে বেশ মানায় এবং তাদেরকে যদি বন হতে ছাড়িয়ে সভ্য মানুষের সমাজে আনা হয, তাহলে তাদেরকে বেমানান লাগবে। মায়ের কোলই কোন শিশুর উপযুক্ত স্থান। মায়ের কোলে থাকলে মা ও শিশুর মুখে অনাবিল হাসি ফুটতে থাকে। তাই শিশুকে অপূর্ব সুন্দর দেখায়। অন্য কারো কোলে নিয়ে রাজপ্রসাদে স্বর্ণখচিত চেয়ারে বসালেও তা বেমানান দেখাবে। কেননা তার স্থান মায়ের কোল। তাই উপযুক্ত পরিবেশেই সৌন্দর্য নিয়ামক। যার যে পরিবেশ তাকে সে পরেবেশিই ভালো মানায়।
Post a Comment
Pllease wait a moment