জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ( সম্মান) সও স্ন াতক ( পাশ) পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি বন্টন।
শিক্ষা মন্ত্রণালয়ের স্নারক নং - ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫.-১১২, তারিখ: ৪/ ০২/ ২০১৬ মোতবেক রাজস্ব খাতভূক্ত বৃত্তির সংখ্যাে / কোটা ও টাকার পরিমান পুন: নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিম্নে উল্লিখিত সংখ্যা ও হার মোতবেক স্নাত ( সম্মান) ও স্নাতক (পাশ) পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি প্রদানের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের “ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি” কোটা বন্টন করা হলো।
২০২০-২০২১ অর্থ বছরে স্নাতক ( সম্মান) পরীক্ষার ফলাফলের উপর বৃত্তি করে:
মেধাবৃত্তি:
মেধাবৃত্তির সংখ্যা ১৮ ( আঠার) টি।
বৃত্তির হার ( মাসিক): ১১২৫.০০
এককালীন অনুদান: ১৮০০
সাধারণ বৃত্তি:
সাধারণ বৃত্তির সংখ্যা: ৩৭৫টি
বৃত্তির হার ( মাসিক) : ৪৫০.০০
এককালীন অনুদান: ৯০০
শর্তাবলী:
১. জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।
২. বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি িএবং সাধারণ বৃত্তির ৫০% ছাত্রী হিসেবে বন্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্র থেকে বৃত্তি দেওয়া হবে।
৩. বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই বৃত্তি ভোগের যোগ্য হবেন।
৪. এই বৃত্তির ব্যায় চলতি ( ২০২০-২০২১) অর্থ বছরের রাজস্ব বাজেটের “১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে এবং প্রকাশিত বৃত্তির গেজেট উল্লিখিত খাত/ কোড নম্বর মুদ্রণ করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বৃত্তির নীতিমালা অনুসরন করে উল্লিখিত বন্টন মোতাবেক আগামী ২৪/
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিটিতে
Post a Comment
Pllease wait a moment