Verb কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো
Verb কাকে বলে?
যে word দ্বারা
কোন ( action) কাজ করা বা কোন ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কিছু বলা বোঝায়, তাকে
verb বলে।
( A verb
denotes an action done or says something about a person or a thing.)
ইঙরেজি বাক্যে
verb এর গুরুত্ব অপরিসীম। verv ছাড়া কোন sentence
বা বাক্য গঠিত হতে পারে না।
কত প্রকার ও কি কি?
Verb এর শ্রেণীবিভাগঃ
Verb প্রধানত
দু ভাগে বিভক্ত। যেমনঃ
1.
Finite Verb
2. Non-
Finite Verb
1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) ঃ
যে verb দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে, তাকে Finite Verb বলে।
(The verb which completes the speech of a sentence is called Finite
Verb.)
যেমন-Rina
reads a book.
এখানে
reads finite verb.
2. None finite Verb (অসমাপিকা ক্রিয়া) ঃ
যে Verb দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না, তাকে None-Finite Verb বলে।
(The verb which does not complete the sentence is called
None-Finite Verb.) যেমন-Kajol wants to go to school.
এখানে to
go Verb টি None-Finite Verb.
None
–Finite Verb তিন প্রকার। যেমনঃ
1.
Infinitive
2.
Participle
3.Gerund
Finite
Verb
Finite
Verb দু ভাগে বিভক্ত। যেমন ঃ
1.
Principal Verb (প্রধান ক্রিয়া)
2.
Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)
A.
Principal Verb
যে verb নিজেই
ক্রিয়া সম্পাদন করে, অর্থ প্রকাশের জন্য অন্য কোন Verb এর উপর নির্ভর করে না তাকে
Principal Verb বা প্রধান ক্রিয়া বলে।
যেমনঃ
They play.
She
swims in the pond.
এখানে
play এবং swim verb গুলোর প্রত্যেকটিরই নিজস্ব অর্থ রয়েছে। অর্থ প্রকাশের জন্য অন্য
কোন Verb এর উপর নির্ভর করেনি। কাজেই এগুলো Principal Verb.
Principal
Verb দু ভাগে বিভক্ত। যেমনঃ
1.
Transitive Verb (সকর্মক ক্রিয়া)
2.
Intransitive Verb (অকর্মক ক্রিয়া)
1. Transitive Verb:
যে সকল verb এর কাজ Subject এর মধ্যে সীমাবদ্ধ না থেকে এর পরবর্তী কোন word এর মাঝে বিস্তৃত হয়, তাদেরকে Transitive Verb বলে।
(A Transitive Verb is
Verb that denotes an action which passes over from the doer or subject to on
object.)
অন্য কথায়,
যে সকল Verb এর কর্ম থাকে, তাদেরকে Transitive Verb বলে। যেমনঃ
We eat
rice.
Mr Habib
helped her.
উপরের দুটি
Sentence এর eat ও helped Transitive Verb এবং rice ও her যথাক্রমে তাদের
Object বা কর্ম।
( N.B. যে word Transitive verb এর পরে বসে বাক্যের অর্থ
সম্পূর্ণ করে তাকে object বলে। কোন কোন
Transitive Verb এর দুটি object থাকে। যেমন:-
1. He
gave me a pen.
2. The
teacher teaches him English.
প্রথম বাক্যে
‘ me’ এবং দ্বিতীয় বাক্যে ‘Him’ object’দুটি ব্যক্তি বাচক কর্ম। আর প্রথম বাক্যের
‘Pen’ এবং দ্বিতীয় বাক্যের ‘English’ object দুটি বস্তুবাচক কর্ম।
ব্যক্তিবাচক
কর্মকে Indirect object (গৌণ কর্ম) এবং বস্তুবাচক কর্মকে Direct object এবং ‘কাকে’
( Whom) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় , তাই Indirect object.)
2. Intransitive Verb:
যে সকল verb এর কাজ Subject এর মধ্যে সীমাব্ধ থাকে অর্থাৎ যে verb কোন object এর সাহায্য ছাড়াই সম্পূর্ন অর্থ প্রকাশ করে, তাকে Intransitive verb বলে।
( An intransitive verb is a verb that denotes an action which does not pass
over to an object.)
অন্য কথায়,
যে সকল verb এর কর্ম থঅকে না ম তাদেরকে Intransitive Verb বলে। যেমন:-
The
children run.
Birds
fly in the sky.
এখানে
‘run’ ও ‘fly’ verb দুটির কোন কর্ম ণেই । তাই run ও fly এখানে Intransitive verb.
Transitive
verb কে Intransitive verb হিসেবে ব্যবহার:
Transitive |
Intransitive |
Ruma writes a
letter. The children are
flying kites I see a bird. The man opened
the door. He sells rice. |
The pen writes
well. Birds fly in the
sky. The blind can’t
see. The window
opened. Rice sells at a
high rate. |
Intransitive
verb কে Transitive verb হিসেবে ব্যবহারঃ
Intransitive |
Transitive |
I dreamt last
night He slept. The boy ran. Salam went there He laughed. She looks nice. |
I dreamt a bad
dream last night. He slept a sound
sleep. He ran a race. He went through
the book. He laughed at me. She looks after
our family. |
Transitive
verb-এর বিভিন্ন রূপঃ
Transitive
verb বিভিন্ন প্রকার হতে পারে। প্রধান কয়েকটি Transitive Verb নিম্নে দেওয়া হলো:
1.
Causative verb( প্রযোজক ক্রিয়া ) : কোন কিছু করানো বা ঘটানো অর্থে Intransitive
verb ব্যবহৃত হলে, তাকে Causative verb বলে। যেমন:-
অথবা, যে
সকল Intransitive verb এর subject নিজে সরাসরি কোন কাজ সম্পাদন না করে অপরকে দিয়ে সম্পাদন
করে , তাদেরকে Causative verb বলে।
The
teacher teaches the students.
We feed
the cow.
উপরের বাক্যগুলোতে
‘teach’ ও ‘feed’’ verb গুলো কোন কিছূ করনো অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলো
Causative Verb.
[Note:
Causative verb গুলো মূলত Intransitive
verb. কিন্তু কোন কিছু করানো এ অর্থে ব্যবহৃত হয় বলে এরা transitive verb এর বৈশিষ্ট্য
গ্রহণ করে । তাই এদেরকে Intransitive verb বলা হয়।]
কতিপয়
Causative verb:
Simple
verb |
Causative
verb |
See ( দেখা ) Eat ( খাওয়া ) Know ( জানা ) Learn ( শিক্ষা গ্রহণ
করা) Rise (উঠা) Remember ( স্মরণ করা)
Sit ( বসা) Suck ( স্তন্য পান
করা) |
Show (দখানো) Feed (খাওয়ানো) Inform ( জানানো) Teach ( শিক্ষা দেওয়া) Raise ( উঠানো) Remind (স্মরণ করানো) Set ( বসানো) Suckle ( স্তন্য পান
করানো) |
2.
Cognate Verb (ণিজন্ত ক্রিয়া): সাধারণত Intransitive Verb এর object থাকে না । কিন্তু
কতগুলো Intransitive verb-এর কোন কোন সময় সহজাত একই অর্থবোধক object থাকে এবং
transitive রূপে ব্যবহৃত হয়। এরূপ verb-কে cognate verb বলে। আর cognate Verb যে সমজাতীয়
Noun-টিকে object রূপে গ্রহণ করে, তাকে Cognate Object বলে। যেমন:-
I ran a
race.
He died
a heroic death.
I slept
a sound sleep.
She sang
a song.
3.
Reflexive Verb ( আত্মবাচক ক্রিয়া) যেসকল verb এর Subject এবং Object একই ব্যক্তি বা বস্তু হয়ে থাকে, সেগুলোকে Reflexive
Verb বলে। যেমন:-
He
killed himself.
I
availed myself of the opportunity.
4.
Factitive Verb ( সম্পূরক ক্রিয়া) কোন
Transitive Verb যখন একটি Object গ্রহণ করেও Sentence এর অর্থ সম্পূর্ন করতে পারে না
তখন আরো একটি Object গ্রহণ করে অর্থ সম্পূর্ণ করে। এরূপ Transitive Verb কে
Factitive Verb বলে। যেমন:-
The
teacher calls him a fool.
They
elected hi captain.
সাধারণত নিম্নলিখিত
Verb গুলো Factitive Verb রূপে ব্যবহৃত হয়। যেমন:- Appoint, call, choose, crown,
designate, elect, entitle, find, make, name, nominate, select, title প্রভৃতি।
[Note: Factitive Verb যে অতিরিক্ত object
গ্রহণ করে, তাকে Factitive Object বলে।]
5.
Prepositional Verb ( সম্বন্ধ স্থাপন ক্রিয়া ) Intransitive Verb এর পূ্র্বে বা পরে preposition যুক্ত হয়ে Transitive
হলে, তাকে Prepositional Verb বা Group verb বলে। এসব ক্ষেত্রে Verb এর অর্থ অনেক সময়
পরিবর্তিত হয়ে থাকে। যেমন:-
We shall
act on the rule.
Don’t
laugh at the poor.
Noun কাকে বলে? কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ।
B.
Auxiliary Verb
যে
Verb এর নিজের কোন পৃথক অর্থ থাকে না এবং
Sentence এ tense ও mood প্রকাশ করতে Principle verb কে সাহায্য করে থাকে, তাকে
Auxiliary Verb বলে। যেমন:-
a) He is
going to school.
b) Karim
has done the sum.
c) He
does not go to school.
d) We
should respect our superiors.
ওপরের
Sentence গুলোতে is, has, does, should, গুলো Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হয়।
Auxiliary
Verb দু’ প্রকার: যেমনঃ
1.
Primary Auxiliary Verb
2. Model
Auxiliary Verb
1.
Primary Auxiliary Verb: যে সকল Auxiliary verb এর tense ও person অনুসারে রূপের পরিবর্তন
হয় তাদেরকে Primary Auxiliary Verb বলে। যেমনঃ
Be ( am,
is, are, was, were, been, being,)
Have (
Have, has, had)
Do ( do,
does, did)
2. Model
Auxiliary Verb: Model Auxiliary verb হচ্ছে সে সকর Verb যাদের কেবল একটি রূপ (
form) হয় এবং যাদের ing, ed ইত্যাদি রূপ হয় না ও যাদের Third Person singular form
এর শেষে ‘s’ অথবা ‘es’ যুক্ত হয় না। যেমন:-
can,
could, may, might, shall, should, will, would, ought to, dare, need, have to,
used to, ইত্যদি।
Sentence কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ বিস্তারিত আলোচনা।
Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তরিত আলোচনা
Post a Comment
Pllease wait a moment