Sentence কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

Sentence কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ বিস্তারিত আলোচনা।


Sentence কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

Sentence কাকে বলে?

What is Sentence?

Sentence: (বাক্য): সঠিকভাবে সাজানো (properly arranged) শব্দ বা শব্দসমষ্টি যদি বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ করে থখন ঐ শব্দ বা শব্দসমষ্টিকে একত্রে ‍Sentence বলা হয়।

যেমন: ‍Rahim goes to school everyday. ( রহিম প্রতিদিন স্কুলে যায়)

we eat live ( আমরা বাঁচার জন্য খাই)।

কত প্রকার ও কি কি?

Classification of Sentence

Sentence কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

Sentence এর অর্থ ও গঠন অনুসারে ‍Sentence  কে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়:

অর্থ অনুসারে বাক্য ৫প্রকার যথা:

১. Assertive ( বর্ণনামূলক বাক্য)

2. Interrogative ( প্রশ্নবোধক বাক্য)

3. Imperative ( আদেশ বা নিষেধ সূচক বাক্য)

4. Optative( ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য)

5. Exclamatory ( বিস্ময়সূচক বাক্য)

1. Assertive Sentence: (  বর্ণনামূলক বাক্য): এ ধারণের বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয়। যেমন:-

He is playing.

Rana does not go to  school.

Assertive Sentence দুই প্রকার :

1. Affirmative Sentence ( হ্যা-বোধক বাক্য)

2. Negative Sentence( না – বোধক বাক্য)

1. Affirmative Sentence:  যে sentence  এ কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ-বোধক উত্তর দেওয়া হয় তাকে  Affirmative Sentence বলে। যেমন”- Fahima go to school.

Affirmative sentence  এর গঠন:

Subject+ verb+ object./ extension

I play football.

2. Negative Sentence:  যে ‍ sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা না-বোধক উত্তর দেওয়া হয় তাকে Negative Sentence বলে। যেমন:  Rahim does not play football.

Auxiliary verb যুক্ত  Negative sentence  এর গঠন:

Subject+ Auxiliary verb+ not+ principal verb+ Object

He is not playing  football

Auxiliary verb বিহীন Negative Sentence এর গঠন:

Subject+do not/does not/did not+ Principal verb+ object

He does not run in the sun.

[note: do not/does not/did not এর পর মূল verb টি সর্বদা present form  এ হয়।]

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য) : এ ধরণের বাক্য দ্বারা কোনো প্রশ্ন উপস্থাপন করা হয়। যেমন:- What do you want?

Will you go there?

Auxiliary verb যুক্ত Interrogative Sentence এর গঠণ:

Auxiliary verb + Subject+ principal verb+ Object/extension+?

Is he making a noise?

Auxiliary verb বিহীন Interrogative sentence এর গঠণ:

Do/does/did+ Subject+ Principal verb+ object/extension+?

Does he make out the sun?

WH যুক্ত Interrogative Sentence এর গঠণ:

Wh+ Auxiliary verb+ Subject+ principal verb+ object/extension+?

What are you doing now?

Whom do you like most?

Note: যেসব Interrogative Sentence Auxiliary verb দ্বার শুরু হয় তাদের উত্তর সংক্ষেপে ” Yes”/ “NO” দ্বার দেওয়া হয়। যেমন:  Are you a student? Yes, I am or No, I am not.

যদি Interrogative Sentence, Interrogative pronoun বা  interrogative adverb (Who, Which, Whom, When, Why, What, Where, Whose, how,) দ্বারা শুরু হয় তার উত্তরে পূর্ণ Sentence টি লিখতে হবে। যেমন:-

What is your name?

Ans: My Name is Mina.

3. Imperative Sentence:  এ ধরণের বাক্য দ্বার কোনো আদেশ, উপদেশ, অনুরোদ, নিষেধ বা নির্ধেষ দেওয়া বোঝায়। যেমন:-

Do the work (order).

Do not waste your time( forbid).

Please, help me ( request).

Always speak the truth ( advice)

Imperative Sentence ( Affirmative রূপ) এর গঠণ:

Verb + Extension

নিষেধ বুঝালে: Do not/ Don’t/Never+ Verb+ Extension.

Don’t run in the sun.

Never tell a lie.

অনুরোধ বুঝালে: Please/Kindly+ Verb+ Extension.

প্রস্তাব বুঝালে: Let us+ Verb+ Extension.

Let us/ Lets play football.

Let us/ Lets go to school.

First person এবং Third person –এ Let দ্বার Imperative sentence শুরু হয়।

গঠণ: Let+ 1st /3rd person এর Object+ Verb+ Extension.

Let me play football.

Let him go there.

4. Optative Sentence ( ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য): এ ধরণের বাক্য দ্বারা কোনো ইচ্ছার, প্রার্থনা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়। এ ধরণের বাক্যগুলোর শুরুতে May থাকে। যেমন: May Allah bless you.

গঠন: May+ subject+ Verb+ Extension.

May you shine in life.

[Note: অনেক সময় May উহ্য থাকতে পারে]

Long live your president=May our president live long.

5. Exclamatory Sentence ( আশ্চর্যবোধক বাক্য ): এ ধরণের বাক্য আকস্মিক আবেগ বা অনুভূতি প্রকাশ করে। যেমন-

How beautiful the bird is!

সাধারণত Interjection ( Hurrah, Alas, Fie etc. ) ও What /How দ্বার Exclamatory Sentence শুরু হয়।

How/What –এর  Structure:

What/How+ (a/an)+ Adjective+ Subject+ Verb+ !

[ Note: What দ্বার শুরু হলে Sentence –অবস্থিত Adjective-টির পূর্বে a/an বসে।

Interjection যুক্ত  Exclamatory Sentence –এর Structure:

Alas/Hurrah+!+ Subject+ Verb + Extension.

Hurrah! We have done well.

If/ Would that/ Had দ্বারাও Exclamatory sentence হতে পারে।

If/Had যুক্ত Exclamatory Sentence –এর Structure:

If/Had+ Subject+ Verb+ Extension+!

If were a bird!

আবার গঠণ অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন:

1. Simple Sentence ( সরল বাক্য )

2. Complex Sentence ( জটিল বাক্য)

3. Compound Sentence ( যৌগিক বাক্য )

1. Simple Sentence ( সরল বাক্য )

যে Sentence এ একটি মাত্র Subject এবং একটি মাত্র  finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে তাই simple Sentence . তবে এ একটি অংশ কখনো কখনো উহ্যও থাকতে পারে

A simple Sentence is one of that contains only on e subject and one finite verb, expressed or understood.

নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করুন:

Mohammad Hasan reads a book

I shall go to Chitagong tomorrow

Mostofa bought a nice camera

They are working in the field.

উপরের বাক্যগুলোর প্রত্যেকটিতে একটিমাত্র কর্তা ও একটিমাত্র finite  verb আছে। এগুলোর প্রতিটি sentence –ই Simple sentence।

আবার নিচের বাক্যগুলো লক্ষ্য করুন:

Come here

Go there

Give me some money.

উপরের Sentence গুলোতে দেখা যায় যে, Subject `you’ উহ্য রয়েছে। সুতরাং এগুলো Imperative জাতীয় simple sentence।

Note: Imperative Sentence এ Subject ‘you’ উহ্য থাকে।

এবার নিচের বাক্যগুলো লক্ষ্য কর:

Sumaya lives in Dhaka with her uncle.

Returning home from the school, She prays Asar prayer.

In the college, Raju is the best friend of Sumaya.

উপরের বাক্যগুলোর মধ্যে প্রথম বাক্যটিতে দেখা যাচ্ছে Sumaya হলো কর্তা এবং live হলো finite verb। এ ‍Sentence টিতে আর কোনো ক্রিয়া নেই। এছাড়া Sentence এর cluse হলো মাত্র ১টি। একইভাবে দ্বিতীয় বাক্যতেতে ও She (Sumaya ) হলো কর্তা। এবং play হলো Finite verb

Complex Sentence ( জটিল বাক্য)

যে Sentence এ একটি  principal clause এবং এক বা একাধিক ‍Sub-ordinate clause থাকে, তাকে Complex Sentence বলে।

A Complex Sentence is one that contains one principal clause and one or more subordinate clause or clauses.

নিচের Sentence- গুলোর প্রতি লক্ষ কর:

Since I was ill                                        I could not attend your tea party

Compound Sentence (যৌগিক বাক্য )

যে ‍Sentence দুই বা দুয়ের অধিক Independent clause অথবা co-ordinating clause, Co-ordinating conjunction যেমন- ‍and, or, but, as well as, either......or, neither.......nor, not only..........but also, therefore প্রভৃতি দ্বার একত্রে স্ংযোজিত হয়ে বাক্য গঠণ করে তাকে Compound Sentence বলে।

A Compound Sentence is one that contains two or more independent clauses or co-coordinating clauses joined together by co-coordinating conjunctions like—and , or , bu as well as, either .....or , neither..... nor, not only...but also , therefore , etc.

যেমন: The writer took a cabin and it was small. ( লেখিকা একটি কেবিন নিয়েছিলেন এবং এটি ছোট ছিল )


 

 


Post a Comment

Pllease wait a moment

Previous Post Next Post