উচ্চশির যদি তুমি কুল মান ধনে,করিওনা ঘৃণা তবু নিচ-শির জনে - biddashikhon.xyz

উচ্চশির যদি তুমি কুল মান ধনে,করিওনা ঘৃণা তবু নিচ-শির জনে।

উচ্চশির যদি তুমি কুল মান ধনে,

করিওনা ঘৃণা তবু নিচ-শির জনে।

উচ্চশির যদি তুমি কুল মান ধনে,করিওনা ঘৃণা তবু নিচ-শির জনে,https://www.biddashikhon.xyz/

মূলভাব: উচ্চ বংশ প্রাচুর্যে জন্মগ্রহণ করলেও নিম্ন, সাধারণ ও গরিবদেরকে কখনো ঘৃণা করতে নেই।

সম্প্রসারিত ভাব: পৃথিবীতে যার একটু বংশ গৌরব ও অর্থ সম্পদের প্রাচুর্য দেখা দেয় সে হয়ে ওঠে উদ্ধত, দুর্বিনীত ও আত্মদম্ভে প্রমত্ত। সে ধরাকে সরা জ্ঞান করে। সকলকে দেখে তুচ্ছ দৃষ্টিতে। কিন্তু ধনসম্পদ ও বংশ গৌরব কোনো চিরন্তন ও চিরকালীন বস্তু নয়। আজ প্রচুর বিত্তের অধিকারী, কাল রিক্ত হস্তে পথে পথে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে এমন দৃষ্টান্তেও বিরল নয়। পৃথিবীর ইাতহাসের দিকে যদি একটু দৃষ্টিপাত করি তবে দেখা যাবে কত সম্রাটের মদ মত্ত ঐশ্বর্য আর বিলাস গর্ব কালের অতলতলে চিরকালের জন্য অপসৃত হয়ে গেছে, মুছে গেছে কত রাজা বাদশহর ইতিহাস। প্রকৃতির দিকে তাকালেও দেখি বিরাট বৃক্ষ গর্বোদ্ধত শির উচু করে মহাকাশের দিকে ফুঁড়ে উঠছে, একদিন সামান্য একটু ঝড়ের কবলে মূলশুদ্ধ উপড়ে পড়েছে সে বৃক্ষ। মানবজীবনে, প্রকৃতি জগৎ ও  বিশ্বচরাচরের যে চিরন্তন লীলা তাতে স্থায়ী বলে কিছুই নেই, সবই নশ্বর। কাজেই গর্ব যে কিছুরই হোক না কেন। কাউকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, বিনয় দিয়ে ভ্রাতৃত্ব দিয়ে আমরা জীবনকে করে তুলতে পারি সুন্দর ও কল্যাণময়। এতে জীবন আরো মধুময় এবং পবিত্র হবে। 

অর্থ সম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞান সম্পদ কখনো বিনষ্ট হয় না 

Post a Comment

Pllease wait a moment

Previous Post Next Post