অতি বড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট থেকো না, ছাগলে মুড়ে খাবে
অতি বড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে;
অতি ছোট থেকো না, ছাগলে মুড়ে খাবে।
মূলভাব: বেশি
ছোট থাকা যেমন ভালো নয়, তেমনি খুব বেশি বড় হওয়াও ঠিক নয়। দুটোর পরিণতি খুব খারাপ এবং
ভয়াবহ।
সম্প্রসারিত
ভাব: বিচিত্র এ সংসার। এখানে বেশি বড় হওয়া যেমন অনুচিত তেমনি বেশি ছোট হওয়াও অপ্রয়োজনীয়।
মধ্যমপন্থা অনুসরণই সর্বোত্তম। সব দেশেই এ মতবাদ সিদ্ধ যে, কোনো কিছুতেই বেশি বাড়াবাড়ি
ভালো নয়। গাছ বেশি বড় হলে তাতে ঝড়ের প্রবল আঘাত লাগে, আবার অতি ছোট হলে ছাগলে এসে নির্মুল
করে দেয়। অতএব গাছকে এমনভাবে বড় হতে হবে যে, ঝড় আসলে তার গায়ে আঘাত করতে না পারে এবং
ছাগল তার মাথার নাগাল না পায়।
মানুষের ক্ষেত্রে
এটা প্রযোজ্য। মানুষ যেহেতু সমাজে বাস করে, সেজন্য তাকে প্রাত্যহিক কর্মকান্ডে াওকথা
মনে রাখতে হবে। সংসারে অন্যদের অপেক্ষা প্রতিষ্ঠা অর্জন করতে হলে তাকে নানা প্রতিবন্ধক
পার হতে হবে। আবার অত্যন্ত হীন অবস্থায় মাথা নিচু করে থাকলে সবার তাচ্ছিল্যের বস্তু
হবে। অতএব মধ্যমপন্থা অবলম্বনই বাঞ্ছনীয়। বাড়াবাড়ি সবসময়ই পরিত্যাজ্য। বিশ্বজয়ী যোদ্ধা
নেপোলিয়ন বোনাপার্ট বাড়াবাড়ি করেছিলেন বলে ওয়াটারলুর যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন।
সুতরাং জীবনযুদ্ধে কখনোই দাম্ভিকতা ভালো নয়। প্রয়োজন মধ্যমপন্থা এবং জীবনের উপযুক্ত
কর্ম।
Post a Comment
Pllease wait a moment