a hartal day paragraph

 Write a paragraph on A Hartal Day   

a hartal day paragraph
Question: Write a paragraph in about 150 words based on the following questions. Your answer to the questions should give as much detail as possible. ( নিচের প্রশ্নগুলো অবলম্বনে ১৫০ শব্দের একটি অনুচ্ছেদ লেখ । তোমার প্রশ্নোওরগুলো যতদূর সম্ভব বিস্তারিত বর্ণনা দিতে হবে ।)

a) What is the hartal? ( হরতাল কী?)

b) What look does a hartal day get? ( হরতাল দিবসের দৃশ্য কেমন? )

c) Why is a hartal called? ( কেন হরতাল ডাকা হয়? )

d) Why do people bring out proceessions on a hartal day? ( কেন লোক হরতালের দিনে মিছিল বের করে?)

e) How does a hartal day affect the poor workers? ( কীভাবে একটি হরতাল দিবস গরিব শ্রমিকের ‍উপর প্রভাব ফেলে? )

 A Hartal Day( একটি হরতালের দিন )

Answer: Hartal has become a common matter and culture for our country. When the ruling class willingly or unwillingly fails to fulfill the normal demand of the people, they or the opposition political parties call a hartal to express their demand. Moreover, a hartal day is observed to protest against corruption, misuse of power and the evil deeds of the existing government. On a hartal day, the normal activity of the citizens are hampered. All kinds of transports and vehicles are stopped and people cannot attend their offices, business centres and many important enterprises. It is usual that people in support of hartal bring out procession. Sometimes clashes happen between the picketers and the police, even in some cases, innocent people die unnecessarily. On hartal day the poor suffer a lot for not earning their livelihood. Hartal is the democratic right for every citizen but it should be observed peacefully showing honour to all assets, especially to national assets.     

বঙ্গানুবাদ: আমাদের দেশে হরতাল একটি সাধারণ বিষয় ও কৃষ্টিতে পরিণত হয়েছে । যখন শাসক শ্রেণী ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে জনতার দাবি পূরণে ব্যর্থ হয়, তখন তারাই অথবা বিরোধী রাজনৈতিক দলেরা তাদের দাবি পেশ করার জন্য হরতাল ডাকে । অধিকন্ত, হরতাল পালিত হয় ক্ষমতাসীন দলের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায় কাজকর্মের বিরুদ্ধে। হরতালের দিনে নাগরিকদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। সকল ধরনের যানবাহন বন্ধ হয়ে যায় এবং লোকেরা অফিস, ব্যবসাকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে যোগ দিতে পারে না। স্বাভাবিকভাবেই হরতালের সমর্থনে লোকেরা মিছিল বের করে। মাঝে মাঝে পুলিশ ও পিকেটারদের মধ্যে সংঘর্ষ বেধে যায়, এমন কি সংঘর্ষের সময় নিরীহ লোকজনও মারা যায়। হরতালের দিনে গরিব লোকেরা রোজগার করতে না পারায় প্রচুর ভোগান্তি পায়। প্রত্যেক নাগরিকের জন্য হরতাল গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা অনুষ্টিত হতে শান্তিপূর্ণভাকে যাতে করে সকলের সম্পদ বিশেষ করে জাতীয় সম্পদের ক্ষতি না হয়।


Post a Comment

Pllease wait a moment

Previous Post Next Post